মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ), ৩০ ডিসেম্বর ২০১৯ :
সোমবার সকালে নওগাঁর রাণীনগরে শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব, ভবঘুরে ও খেটে খাওয়া মানুষের মাঝে এমপি ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁদ।
উপজেলার বড়বড়িয়া, ঝিনা, আকনা, বাঁশবাড়িয়া, কুমুড়িয়া ও খাসগড় গ্রাম এবং আশেপাশের শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব, ভবঘুরে ও খেটে খাওয়া মানুষদের মাঝে এই শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন দেওয়ান, আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আগামীতেও পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামের শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব, ভবঘুরে ও খেটে খাওয়া মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান সিরাজুল ইসলাম চাঁদ। #