মহাদেবপুর দর্পণ, মোছা: কাজী রওশন জাহান, নওগাঁ, ৩০ ডিসেম্বর ২০১৯ :
সোমবার সকালে নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং পানাতাপাড়া গ্রামে ঈদগাহ মাঠে ওই গ্রামের কৃতি সন্তান মোহনা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি ও সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলালের উদ্যোগে ও নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকবিরোধী র্যালী, আলোচনা সভা এবং দুঃস্থ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিঞা বিপিএম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক মো: ইব্রাহিম হোসন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক একেএম দিদারুল আলম, মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুল, সাংবাদিক আবু বকর সিদ্দিক ও মাহমুদুন নবী বেলাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুষমা সাথী।
শেষে মাদক বিরোধী র্যালি গ্রামের একটি রাস্তা প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে ১ হাজার দুঃস্থ অসহায় আদিবাসী ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। #