নওগাঁ ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আত্রাইয়ে দু:স্থ শীতার্তদের সহযোগিতা করতে ইউএনও ছানাউল ইসলাম খুললেন ‘মানবতার সেবা কর্ণার’

Spread the love

মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ৩০ ডিসেম্বর ২০১৯ :

নওগাঁর আত্রাইয়ে শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছানাউল ইসলাম। আত্রাইয়ে শৈত প্রবাহের শুরু থেকে আজ পর্যন্ত তাপমাত্রা ৭-১১ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।

লাগাতার প্রবাহিত মৃদু শৈতপ্রবাহের কবলে পড়ে মানবেতর জীবন-যাপন করছে ছিন্নমূল, গরীব, অসহায় খেটে খাওয়া মানুষরা। তীব্র শীতের সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় শীতের তীব্রতা নতুন মাত্রা যোগ করেছে। হিমেল হাওয়া আর এই শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। গরম কাপড়ের অভাবে শীত নিবারণ করা তাদের কাছে খুবই কষ্টকর হয়ে পড়েছে।

সরকারিভাবে যে শীতবস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। এই সব ছিন্নমূল, গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষ ও এতিমখানার এতিম শিার্থীদের যেন এই তীব্র শীত স্পর্শ না করে সেই ল্েয উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছানাউল ইসলাম প্রতিনিয়ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। তিনি তার কর্যালয়ের পাশেই তৈরি করেছেন ‘মানবতার সেবা কর্ণার’ এতিমখানা, দাতব্য প্রতিষ্ঠানে, ভবঘুরে, ছিন্নমূল, গরীব, অসহায় ও খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহব্বান জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। শৈতপ্রবাহের কারণে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়ায় তাহলে তাদের দুর্ভোগ বাড়বে।

তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। শীতার্ত মানুষের জস্য আমার দুয়ার সব সময় খোলা আছে। #

আপলোডকারীর তথ্য

আত্রাইয়ে দু:স্থ শীতার্তদের সহযোগিতা করতে ইউএনও ছানাউল ইসলাম খুললেন ‘মানবতার সেবা কর্ণার’

প্রকাশের সময় : ০৭:৩০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
Spread the love

মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ৩০ ডিসেম্বর ২০১৯ :

নওগাঁর আত্রাইয়ে শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছানাউল ইসলাম। আত্রাইয়ে শৈত প্রবাহের শুরু থেকে আজ পর্যন্ত তাপমাত্রা ৭-১১ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।

লাগাতার প্রবাহিত মৃদু শৈতপ্রবাহের কবলে পড়ে মানবেতর জীবন-যাপন করছে ছিন্নমূল, গরীব, অসহায় খেটে খাওয়া মানুষরা। তীব্র শীতের সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় শীতের তীব্রতা নতুন মাত্রা যোগ করেছে। হিমেল হাওয়া আর এই শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। গরম কাপড়ের অভাবে শীত নিবারণ করা তাদের কাছে খুবই কষ্টকর হয়ে পড়েছে।

সরকারিভাবে যে শীতবস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। এই সব ছিন্নমূল, গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষ ও এতিমখানার এতিম শিার্থীদের যেন এই তীব্র শীত স্পর্শ না করে সেই ল্েয উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছানাউল ইসলাম প্রতিনিয়ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। তিনি তার কর্যালয়ের পাশেই তৈরি করেছেন ‘মানবতার সেবা কর্ণার’ এতিমখানা, দাতব্য প্রতিষ্ঠানে, ভবঘুরে, ছিন্নমূল, গরীব, অসহায় ও খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহব্বান জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। শৈতপ্রবাহের কারণে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়ায় তাহলে তাদের দুর্ভোগ বাড়বে।

তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। শীতার্ত মানুষের জস্য আমার দুয়ার সব সময় খোলা আছে। #