মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৩০ ডিসেম্বর ২০১৯ :
রবিবার সকালে নওগাঁর মান্দা উপজেলার বড়বেলালদহ ফাজিল মাদরাসা মাঠে ব্র্যাকের গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়েজিত সমাবেশে কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মাদরাসার (ভারপ্রাপ্ত) অধ্য মাও: আব্দুল কাইয়ুম সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার (দাবী) জহুরুল ইসলাম, এরিয়া ম্যানেজার (প্রগতি) আব্দুল গণি, মান্দা প্রেসকাবের সভাপতি নজরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি) মোশারফ হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবী) সেতাফুর রহমান, শাখা ব্যবস্থাপক (আল্ট্রাপুওর গ্রাজুয়েশন কর্মসূচি) আব্দুর রহমান, বড়বেলালদহ গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি আব্দুল আলিম ও আক্কাস আলী প্রমুখ।
এতে ব্র্যাকের আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির সহযোগিতায় বড়বেলালদহ গ্রামের ২২০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। #