মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ২৯ ডিসেম্বর ২০১৯ :
নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো বিরল প্রজাতির কালিম পাখি।
রবিবার দুপুর ২ টায় বন বিভাগ নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান আলতাদিঘী জাতীয় উদ্যানে নাটোর চলনবিল হতে উদ্ধার করা হাওড়ে বসবাসকারী ৪টি বিরল প্রজাতির কালিম পাখি অবমুক্ত করেন।
এ সময় পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম ফরহাদ জাহান লিটন,বনবিট কর্তকর্তা আব্দুল মান্নান, বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহীর ফরেষ্টার আশরাফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম.এ মালেক. নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুমুছা স্বপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। #