নওগাঁ ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

লোড শেডিং : বদলগাছীতে মুরগির মরক : খামাড়ির মাথায় হাত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, স্টাফ রিপোর্টার, বদলগাছী (নওগাঁ), ৬ আগষ্ট ২০২২ :

‘শুক্রবার (৫ আগষ্ট) বেলা ১১টায় বিদ্যুৎ চলে যায়। আসে জোহরের নামাজের আজানের সময়। আজান শেষ না হতেই আবার চলে যায়। আবার আসে। নামাজ শেষ হলে আবার চলে যায়। বিদ্যুৎ নেই, তার উপর স্মরণকালের প্রচন্ড গরম। সহ্য করতে না পেরে একের পর এক মরতে থাকে খামারের মুরগি। এক ঘন্টার মধ্যে ছটফট করতে করতে মারা যায় দুশ’র বেশী মুরগি।’

হাউ মাউ করে কেঁদে কেঁদে এভাবেই সর্বনাশের বর্ণনা দিচ্ছিলেন নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলা বাজারের পাশে অবস্থিত মুরগির খামারের মালিক রতন। এতগুলো মুরগির মারা যাওয়ায় আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। এখন তার পথে বসার উপক্রম।

অপর খামারের মালিক নাজমুল জানালেন তার খামারের মুরগিও মরতে শুরু করলে তিনি মুরগিগুলোকে খামারের বাইরে ছেড়ে দিয়ে পানি দিয়ে গোসল করিয়েছেন। এতে কিছু মুরগির জীবন বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু এভাবে বিদ্যুতের লোড শেডিং চলতে থাকলে খামারগুলো মুরগিশুন্য হয়ে পড়বে বলে তারা আশংকা প্রকাশ করেন।#

আপলোডকারীর তথ্য

লোড শেডিং : বদলগাছীতে মুরগির মরক : খামাড়ির মাথায় হাত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:৪১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, স্টাফ রিপোর্টার, বদলগাছী (নওগাঁ), ৬ আগষ্ট ২০২২ :

‘শুক্রবার (৫ আগষ্ট) বেলা ১১টায় বিদ্যুৎ চলে যায়। আসে জোহরের নামাজের আজানের সময়। আজান শেষ না হতেই আবার চলে যায়। আবার আসে। নামাজ শেষ হলে আবার চলে যায়। বিদ্যুৎ নেই, তার উপর স্মরণকালের প্রচন্ড গরম। সহ্য করতে না পেরে একের পর এক মরতে থাকে খামারের মুরগি। এক ঘন্টার মধ্যে ছটফট করতে করতে মারা যায় দুশ’র বেশী মুরগি।’

হাউ মাউ করে কেঁদে কেঁদে এভাবেই সর্বনাশের বর্ণনা দিচ্ছিলেন নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলা বাজারের পাশে অবস্থিত মুরগির খামারের মালিক রতন। এতগুলো মুরগির মারা যাওয়ায় আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। এখন তার পথে বসার উপক্রম।

অপর খামারের মালিক নাজমুল জানালেন তার খামারের মুরগিও মরতে শুরু করলে তিনি মুরগিগুলোকে খামারের বাইরে ছেড়ে দিয়ে পানি দিয়ে গোসল করিয়েছেন। এতে কিছু মুরগির জীবন বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু এভাবে বিদ্যুতের লোড শেডিং চলতে থাকলে খামারগুলো মুরগিশুন্য হয়ে পড়বে বলে তারা আশংকা প্রকাশ করেন।#