
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৫ আগষ্ট ২০২২ :
তেলের দাম বাড়ার ঘোষণা দেয়ার সাথে সাথে নওগাঁর বিভিন্ন উপজেলায় পাম্প মালিকরা গ্রাহকদের তেল দেয়া বন্ধ করে দেন। শুক্রবার (৫ আগষ্ট) দিবাগত রাত ১২টার পর থেকে তেলের দাম বাড়ার ঘোষণা দেয়া হলেও অধিক মুনাফা লাভের আশায় সম্পূর্ণ বেআইনীভাবে পাম্পগুলো বন্ধ রাখা হয়।
সাংবাদিক বরুণ মজুমদার জানান, রাত ১০টার পর তিনি মহাদেবপুর উপজেলা সদরের পাম্পে তেল নিতে গিয়ে পাম্প বন্ধ দেখতে পান। সাংবাদিক শামিনুর রহমান শামিম জানান, তিনি রাত সাড়ে ১০টায় নওগাঁ শহরের দেওয়ান ফিলিং ষ্টেশনে গিয়ে তেল নিতে চাইলে কর্মচারীরা জানান যে পাম্প বন্ধ।
এসব ব্যাপাার দেখার কেউ নেই। যাদের দেখার দায়িত্ব তারা বিষয়টা জেনেও দায়িত্ব জ্ঞানহীনের মত চুপ থেকেছেন। স্থানীয়রা অনেকেই বিষয়টি সাংবাদিকদের জানিয়ে এর প্রতিকার দাবী করেছেন।
দু’ঘন্টা পর থেকে তেলের দাম বাড়বে এই খবর পাবার পর অনেকেই তেলের পাম্পগুলোতে ভীড় জমান বর্তমান দামে বেশি পরিমাণ তেল কিনে রাখবেন বলে। কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি। মাত্র দু’ঘন্টা পরই আগের দামে কেনা তেল নতুন বেশি দামে বিক্রি করতে পারবেন এই ভেবে মালিকরা পাম্পগুলো বন্ধ করে দেন।
কিন্তু যাদের সত্যি সত্যিই জরুরী তেলের প্রয়োজন তারা পড়েছেন বেকায়দায়। তারা প্রয়োজনে এক লিটার তেলও সংগ্রহ করতে পারেননি। এমনকি বেশি দাম দিতে চেয়েও পাননি তারা।
অভিজ্ঞমহল মনে করেন তেলের পাম্পগুলোতে মজুদ করে রাখা আগের দামে কেনা তেল সম্পূর্ণ আগের দামে বিক্রি করা উচিৎ ছিল। তা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের ঠকিয়ে পাম্প মালিকদেরকে মোটা অংকের টাকা অবৈধভাবে মুনাফা করার সুযোগ করে দিয়েছে।#
ভিডিও : শামিনুর রহমান শামিম