নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতি ও বন্ধবন্ধুর ম্যুরালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউএনও আরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
এ সময় উপজেলা কৃর্ষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সহকারী সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ব বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল দেশের মানুষের জন্য ও ক্রীড়াঙ্গনে যে অভূতপূর্ব উন্নয়নের সুচনা করে গেছেন, তিনি যে আদর্শ রেখে গেছেন, আমরা যেন তা অক্ষরে অক্ষরে পালন করি। তবেই তাঁর আত্মা শান্তি পাবে।’#