নওগাঁর সাপাহারে বসানো হলো তিনটি বজ্র নিরোধক দন্ড ও যন্ত্র। এগুলোর চারিদিকে ৩শ’ ফুট পর্যন্ত এলাকায় বজ্রপাত ঠেকাবে এসব দন্ড ও যন্ত্র বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলার জবই ব্রিজের পূর্ব পাশে, করমুডাঙ্গা বলদীয়া ঘাট ব্রিজের কামাশপুর গ্রামের পশ্চিম পাশে ও মাশনাতলা ব্রিজের পূর্ব পাশে এই দন্ড ও যন্ত্রগুলো স্থাপন করে।
ইউএনও স্থাপন কাজ উদ্বোধন করেন। সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা আক্তার প্রমুখ তার সঙ্গে ছিলেন।#