নওগাঁ ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে বসানো হলো বজ্রপাত নিরোধক দন্ড ও যন্ত্র<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ আগষ্ট ২০২২ :

নওগাঁর সাপাহারে বসানো হলো তিনটি বজ্র নিরোধক দন্ড ও যন্ত্র। এগুলোর চারিদিকে ৩শ’ ফুট পর্যন্ত এলাকায় বজ্রপাত ঠেকাবে এসব দন্ড ও যন্ত্র বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলার জবই ব্রিজের পূর্ব পাশে, করমুডাঙ্গা বলদীয়া ঘাট ব্রিজের কামাশপুর গ্রামের পশ্চিম পাশে ও মাশনাতলা ব্রিজের পূর্ব পাশে এই দন্ড ও যন্ত্রগুলো স্থাপন করে।

ইউএনও স্থাপন কাজ উদ্বোধন করেন। সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা আক্তার প্রমুখ তার সঙ্গে ছিলেন।#

আপলোডকারীর তথ্য

সাপাহারে বসানো হলো বজ্রপাত নিরোধক দন্ড ও যন্ত্র<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ আগষ্ট ২০২২ :

নওগাঁর সাপাহারে বসানো হলো তিনটি বজ্র নিরোধক দন্ড ও যন্ত্র। এগুলোর চারিদিকে ৩শ’ ফুট পর্যন্ত এলাকায় বজ্রপাত ঠেকাবে এসব দন্ড ও যন্ত্র বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলার জবই ব্রিজের পূর্ব পাশে, করমুডাঙ্গা বলদীয়া ঘাট ব্রিজের কামাশপুর গ্রামের পশ্চিম পাশে ও মাশনাতলা ব্রিজের পূর্ব পাশে এই দন্ড ও যন্ত্রগুলো স্থাপন করে।

ইউএনও স্থাপন কাজ উদ্বোধন করেন। সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা আক্তার প্রমুখ তার সঙ্গে ছিলেন।#