নওগাঁ ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে ভয়াবহ টর্ণেডো : হাতিশুঁড়ায় পানি উঠলো আকাশে (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ আগষ্ট ২০২২ :

নওগাঁর সাপাহারে দেখা গেছে হাতিশুঁড়ায় আকাশে পানি ওঠার দৃশ্য। বুধবার (৩ আগষ্ট) সকালে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের মহিষডাঙ্গা ব্রিজের উত্তরে এ দৃশ্যের অবতারণা হলে গ্রামের মানুষেরা ভীড় জমান তা দেখার জন্য। অনেকেই এই দৃশ্য মোবাইলফোনে ভিডিও করেন।

বয়োবৃদ্ধরা জানান, হাতিশুঁড়ায় পানি আকাশে উঠতে দেখা যায় অনেক জায়গায়। কিন্তু এই এলাকায় এটা দেখা গেছে এই প্রথম। ফলে এটা নিয়ে মানুষের কৌতুহল বেড়েছে।

ফেসবুকে এই হাতিশুঁড়ার পানি তোলার একটি ভিডিও আপলোড করেন সাপাহার ডিগ্রী কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান। সেখানে তিনি লেখেন, ‘নওগাঁ জেলার সাপাহার উপজেলায় হাতির শুঁড় নেমে পানি আকাশে উঠিয়ে নিল। কি যে এক অদ্ভুত দৃশ্য।’

তিনি বলেন, হঠাৎ করে বিলের পানি কুন্ডলির ন্যয় ঘূর্ণন গতিতে আকাশের দিকে উঠে কালো মেঘের ভেতর গিয়ে প্রবেশ করে। এ অবস্থার স্থায়ীত্বকাল ছিল প্রায় ১০ মিনিট। ওই সময় বিলের কয়েক কিলোমিটার এলাকা দূর থেকে বিল পাড়ের মানুষ প্রথমবারের মতো সরাসরি টর্ণেডো বা জলস্তম্ভ প্রত্যক্ষ করেন।

বদলগাছী আবহাওয়া অফিস সূত্র জানায়, জবই বিলে জলরাশিতে যেটা দেখা গেছে সেটি ছিল একটি টর্ণেডো। এ ধরনের টর্ণেডো ১০/১২ কিলোমিটার বিস্তৃত হয়। সেটি হয়তো আরও বেশি বিস্তৃত হতে পারত। যে কিশোর ভিডিওটি ধারণ করেছে সেও এটার ভয়াবহতা আঁচ করতে পারেনি। এর ঘুর্ণায়ন গতি বিস্তৃত হতে থাকলে নৌকাসহ তাকেও আকাশে তুলে উড়িয়ে নিতে পারতো।#

আপলোডকারীর তথ্য

সাপাহারে ভয়াবহ টর্ণেডো : হাতিশুঁড়ায় পানি উঠলো আকাশে (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ আগষ্ট ২০২২ :

নওগাঁর সাপাহারে দেখা গেছে হাতিশুঁড়ায় আকাশে পানি ওঠার দৃশ্য। বুধবার (৩ আগষ্ট) সকালে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের মহিষডাঙ্গা ব্রিজের উত্তরে এ দৃশ্যের অবতারণা হলে গ্রামের মানুষেরা ভীড় জমান তা দেখার জন্য। অনেকেই এই দৃশ্য মোবাইলফোনে ভিডিও করেন।

বয়োবৃদ্ধরা জানান, হাতিশুঁড়ায় পানি আকাশে উঠতে দেখা যায় অনেক জায়গায়। কিন্তু এই এলাকায় এটা দেখা গেছে এই প্রথম। ফলে এটা নিয়ে মানুষের কৌতুহল বেড়েছে।

ফেসবুকে এই হাতিশুঁড়ার পানি তোলার একটি ভিডিও আপলোড করেন সাপাহার ডিগ্রী কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান। সেখানে তিনি লেখেন, ‘নওগাঁ জেলার সাপাহার উপজেলায় হাতির শুঁড় নেমে পানি আকাশে উঠিয়ে নিল। কি যে এক অদ্ভুত দৃশ্য।’

তিনি বলেন, হঠাৎ করে বিলের পানি কুন্ডলির ন্যয় ঘূর্ণন গতিতে আকাশের দিকে উঠে কালো মেঘের ভেতর গিয়ে প্রবেশ করে। এ অবস্থার স্থায়ীত্বকাল ছিল প্রায় ১০ মিনিট। ওই সময় বিলের কয়েক কিলোমিটার এলাকা দূর থেকে বিল পাড়ের মানুষ প্রথমবারের মতো সরাসরি টর্ণেডো বা জলস্তম্ভ প্রত্যক্ষ করেন।

বদলগাছী আবহাওয়া অফিস সূত্র জানায়, জবই বিলে জলরাশিতে যেটা দেখা গেছে সেটি ছিল একটি টর্ণেডো। এ ধরনের টর্ণেডো ১০/১২ কিলোমিটার বিস্তৃত হয়। সেটি হয়তো আরও বেশি বিস্তৃত হতে পারত। যে কিশোর ভিডিওটি ধারণ করেছে সেও এটার ভয়াবহতা আঁচ করতে পারেনি। এর ঘুর্ণায়ন গতি বিস্তৃত হতে থাকলে নৌকাসহ তাকেও আকাশে তুলে উড়িয়ে নিতে পারতো।#