মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ২৮ ডিসেম্বর ২০১৯ :
শুক্রবার নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭৭৮ জনের ভোটারের মধ্যে ৬৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হন। এ দিন সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোট গ্রহণ করা হয়।
এতে সভাপতি পদে টিপু সুলতান চেয়ার মার্কায় ৩৪৬ ভোট পেয়ে, সাংগঠনিক সম্পাদক পদে মকছেদুর রহমান মই মার্কায় ৩৯৫ ভোট পেয়ে এবং কোষাধ্যক্ষ পদে মোফাজ্জল হোসেন মন্টু বাস মার্কায় ৩৩১ ভোট পেয়ে বিজয়ী হন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চৌধুরী গোলাম মোস্তফা বাদল। #