মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ ডিসেম্বর ২০১৯ :
নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছে নির্বাচিত অভিভাবক সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাট চকগৌরী বাজারএলাকার খাজা নিউ মার্কেট সংলগ্ন মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য কালিপদসরকার ও তাজিম উদ্দীনের নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি সদস্য ইমন হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য কামরান মালিক খান , এসএম মুনছুর রহমান, অভিভাবক সদস্য আসলাম আলী , মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা শিক্ষক-নৈশ প্রহরী নিয়োগে সকল অনিয়ম তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন । মতবিনিময় সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট তারা এ দাবি জানান।