নওগাঁ ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে–সাপাহারে খাদ্যমন্ত্রী<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ৩১ জুলাই ২০২২ :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। বঙ্গবন্ধুর ন্যয় শেখ হাসিনাও মানুষকে ভালবাসেন। মানুষের কল্যাণে সকলকে কাজ করার আহবান জানান তিনি।

মন্ত্রী বলেন, মানব সেবা বড় ধর্ম। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে মাঝে মধ্যে উগ্রপন্থীরা এ চেতনাকে ভুলন্ঠিত করে দেশকে ও সমাজকে বিতর্কিত করতে চায়। তাদের থেকে সতর্ক থাকতে হবে।

রোববার (৩১ জুলাই) দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা দারুল উলুম সালাফিয়্যাহ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত শুকরিয়া সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দানকালে কথাগুলো বলেন।

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে কলমুডাঙ্গা দারুল উলুম সালাফিয়্যাহ মাদরাসার স্কলারশিপ নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে এ শুকরিয়া সমাবেশের আয়োজন করা হয়।

মাদ্রাসার সভাপতি ডক্টর গোলাম মর্তুজার সভাপতিত্বে শুকরিয়া সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১১ আসনের এমপি ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস এর প্রধান উপদেষ্টা একেএম রহমতুল্ল্যাহ। সভাপতি ড. আব্দুল্ল্যাাহ ফারুক সালাফি এতে প্রধান আলোচক ও শায়খ মাহবুবুর রহমান মাদানী বিশেষ আলোচক ছিলেন।

সমাবেশে উপজেলা চেয়ারম্যান সাহজাহান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্ল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘মদিনা সনদ আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়। সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমাদের সহিষ্ণু আচরণ করতে হবে। অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত থাকে। সমাজকে বিশৃঙ্খল করতে চায়। শাšিপূর্ণ অবস্থান নিশ্চিতে তাদেরকে মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বেই সংকট চলছে। বাংলাদেশেও সমস্যা তৈরি হতে পারে। লোডশেডিং হতে পারে। জনগণকে ধৈর্যধারন করে পরিস্থিতি সামাল দিতে হবে। একই সাথে বিদ্যুত ও পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বহু ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন। মাদ্রাসা এমপিওভুক্ত করেছেন। সকল ধর্মেরই উন্নয়ন করেছেন তিনি। তিনি ঘরে ঘরে বিদ্যুত দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ করেছেন। সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়েছেন। উন্নয়নের ছৌঁয়া তিনি গ্রামেগঞ্জে পৌঁছে দিয়েছেন। #

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে–সাপাহারে খাদ্যমন্ত্রী<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৩:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ৩১ জুলাই ২০২২ :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। বঙ্গবন্ধুর ন্যয় শেখ হাসিনাও মানুষকে ভালবাসেন। মানুষের কল্যাণে সকলকে কাজ করার আহবান জানান তিনি।

মন্ত্রী বলেন, মানব সেবা বড় ধর্ম। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে মাঝে মধ্যে উগ্রপন্থীরা এ চেতনাকে ভুলন্ঠিত করে দেশকে ও সমাজকে বিতর্কিত করতে চায়। তাদের থেকে সতর্ক থাকতে হবে।

রোববার (৩১ জুলাই) দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা দারুল উলুম সালাফিয়্যাহ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত শুকরিয়া সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দানকালে কথাগুলো বলেন।

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে কলমুডাঙ্গা দারুল উলুম সালাফিয়্যাহ মাদরাসার স্কলারশিপ নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে এ শুকরিয়া সমাবেশের আয়োজন করা হয়।

মাদ্রাসার সভাপতি ডক্টর গোলাম মর্তুজার সভাপতিত্বে শুকরিয়া সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১১ আসনের এমপি ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস এর প্রধান উপদেষ্টা একেএম রহমতুল্ল্যাহ। সভাপতি ড. আব্দুল্ল্যাাহ ফারুক সালাফি এতে প্রধান আলোচক ও শায়খ মাহবুবুর রহমান মাদানী বিশেষ আলোচক ছিলেন।

সমাবেশে উপজেলা চেয়ারম্যান সাহজাহান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্ল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘মদিনা সনদ আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়। সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমাদের সহিষ্ণু আচরণ করতে হবে। অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত থাকে। সমাজকে বিশৃঙ্খল করতে চায়। শাšিপূর্ণ অবস্থান নিশ্চিতে তাদেরকে মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বেই সংকট চলছে। বাংলাদেশেও সমস্যা তৈরি হতে পারে। লোডশেডিং হতে পারে। জনগণকে ধৈর্যধারন করে পরিস্থিতি সামাল দিতে হবে। একই সাথে বিদ্যুত ও পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বহু ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন। মাদ্রাসা এমপিওভুক্ত করেছেন। সকল ধর্মেরই উন্নয়ন করেছেন তিনি। তিনি ঘরে ঘরে বিদ্যুত দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ করেছেন। সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়েছেন। উন্নয়নের ছৌঁয়া তিনি গ্রামেগঞ্জে পৌঁছে দিয়েছেন। #