নওগাঁর পোরশায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোববার (৩১ জুলাই) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা ভিত্তিক র্যালিটি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ভারপ্রাপ্ত ইউএনও জাকির হোসেন সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম শাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।#