নওগাঁ ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আত্রাইয়ে সাবিনা হত্যা মামলায় স্বামী রিমান্ডে<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৯ জুলাই ২০২২ :

নওগাঁর আত্রাইয়ের চাঞ্চল্যকর গৃহবধূ সাবিনা ইয়াসমিন (১৯) হত্যা মামলায় আদালত আটক সাবিনার স্বামী মাহফুজুর রহমানের (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই মোশাররফ হোসেন আটক মাহফুজকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত-৮ এর বিচারক শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ জুলাই) থানা পুলিশ নিজ শয়ন ঘর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। পরদিন তার পিতা আব্দুস সামাদ বাদি হয়ে গৃহবধূর স্বামী ও শ্বাশুড়ি নাছিমা বেওয়াকে (৫৫) আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সেদিনই মাহফুজকে আটক করে।#

আপলোডকারীর তথ্য

আত্রাইয়ে সাবিনা হত্যা মামলায় স্বামী রিমান্ডে<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৯ জুলাই ২০২২ :

নওগাঁর আত্রাইয়ের চাঞ্চল্যকর গৃহবধূ সাবিনা ইয়াসমিন (১৯) হত্যা মামলায় আদালত আটক সাবিনার স্বামী মাহফুজুর রহমানের (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই মোশাররফ হোসেন আটক মাহফুজকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত-৮ এর বিচারক শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ জুলাই) থানা পুলিশ নিজ শয়ন ঘর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। পরদিন তার পিতা আব্দুস সামাদ বাদি হয়ে গৃহবধূর স্বামী ও শ্বাশুড়ি নাছিমা বেওয়াকে (৫৫) আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সেদিনই মাহফুজকে আটক করে।#