নওগাঁর আত্রাইয়ের চাঞ্চল্যকর গৃহবধূ সাবিনা ইয়াসমিন (১৯) হত্যা মামলায় আদালত আটক সাবিনার স্বামী মাহফুজুর রহমানের (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই মোশাররফ হোসেন আটক মাহফুজকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত-৮ এর বিচারক শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ জুলাই) থানা পুলিশ নিজ শয়ন ঘর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। পরদিন তার পিতা আব্দুস সামাদ বাদি হয়ে গৃহবধূর স্বামী ও শ্বাশুড়ি নাছিমা বেওয়াকে (৫৫) আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সেদিনই মাহফুজকে আটক করে।#