নওগাঁ ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পুলিশের তৈরি ঘর পেল ধামইরহাটের বিধবা ডলি<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১০ এপ্রিল ২০২২ :

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের উদ্যোগে নির্মিত ঘর পেল বিধবা ডলি বেওয়া। তিনি উপজেলার শিবরামপুর গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী। রোববার (১০ এপ্রিল) সকালে থানা প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী আনুষ্ঠানিকভাবে এঘর হস্তান্তর করেন।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর কাজের উদ্বোধন করেন। সকাল ১০টায় সারাদেশের সাথে একযোগে ধামইরহাট থানা পুলিশের উদ্যোগেও এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়।

সেখানে আয়োজিত আলোচনা সভায় ওসি সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য দেন।

ওসি বলেন, ‘থানায় সেবা গ্রহণ করতে আসা বয়স্ক নারী-পুরুষ ও বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য আলাদাভাবে সেবা প্রদানের লক্ষে মাননীয় আইজিপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় দেশের প্রতিটি থানার মত ধামইরহাটেও সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। আমরা চাই সাধারণ মানুষ যাতে করে পুলিশের কাছে মান সম্মত সেবা পান।’

নতুন বাড়ী পেয়ে গৃহহীন ডলি বেওয়া বলেন, ‘বাংলাদেশ পুলিশ যে আমাকে মাথা গোজার ঠাই করে দেবে তা আমি কোনদিন ভাবিনি। অতীতের চেয়ে বর্তমান পুলিশ অনেক আধুনিক ও মানবিক, যা আমি কোনদিন ভুলবোনা। আজীবন বাংলাদেশ পুলিশ তথা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে যাবো।’#

আপলোডকারীর তথ্য

পুলিশের তৈরি ঘর পেল ধামইরহাটের বিধবা ডলি<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১০ এপ্রিল ২০২২ :

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের উদ্যোগে নির্মিত ঘর পেল বিধবা ডলি বেওয়া। তিনি উপজেলার শিবরামপুর গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী। রোববার (১০ এপ্রিল) সকালে থানা প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী আনুষ্ঠানিকভাবে এঘর হস্তান্তর করেন।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর কাজের উদ্বোধন করেন। সকাল ১০টায় সারাদেশের সাথে একযোগে ধামইরহাট থানা পুলিশের উদ্যোগেও এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়।

সেখানে আয়োজিত আলোচনা সভায় ওসি সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য দেন।

ওসি বলেন, ‘থানায় সেবা গ্রহণ করতে আসা বয়স্ক নারী-পুরুষ ও বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য আলাদাভাবে সেবা প্রদানের লক্ষে মাননীয় আইজিপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় দেশের প্রতিটি থানার মত ধামইরহাটেও সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। আমরা চাই সাধারণ মানুষ যাতে করে পুলিশের কাছে মান সম্মত সেবা পান।’

নতুন বাড়ী পেয়ে গৃহহীন ডলি বেওয়া বলেন, ‘বাংলাদেশ পুলিশ যে আমাকে মাথা গোজার ঠাই করে দেবে তা আমি কোনদিন ভাবিনি। অতীতের চেয়ে বর্তমান পুলিশ অনেক আধুনিক ও মানবিক, যা আমি কোনদিন ভুলবোনা। আজীবন বাংলাদেশ পুলিশ তথা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে যাবো।’#