নওগাঁ ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে বিনামূল্যে চক্ষুশিবির উদ্বোধন (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৯ মার্চ ২০২২ :

নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে চক্ষুশিবিরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ কমপ্লেক্সে চক্ষুশিবিরের উদ্বোধন করেন চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন। এসময় ওই ইউপির মেম্বার, মহিলা মেম্বার, সচিব ও গ্রামপুলিশেরা উপস্থিত ছিলেন।

ক্যাম্প ইনচার্জ ডা: রাসেল আহমেদ জানান, ইসপাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতাল নওগাঁর সার্বিক সহযোগিতায় এই চক্ষুশিবিরে পাঁচ শতাধিক রোগীর চোখের প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও চশমা দেয়া হয়। এদের মধ্যে ছানি অপারেশনের জন্য বিকেল ৩টা পর্যন্ত ১৩০ জন রোগী নির্বাচন করা হয়। এই সংখ্যা আরো বাড়বে।

ক্যাম্প অর্গানাইজার জাহাঙ্গীর আলম জানান, এখানে বাছাই করা রোগীদের নওগাঁয় তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করানো হবে। এর জন্য জনপ্রতি ছয় হাজার টাকা খরচ হয়। কিন্তু এই চক্ষুশিবিরের রোগীদের নওগাঁ যাতায়াত, থাকা-খাওয়া, অপারেশন, ওষুধপত্র প্রভৃতির জন্য নেয়া হয় মাত্র দুই হাজার টাকা। এই টাকাও দেন ইউপি চেয়ারম্যান। বাকী টাকা হাসপাতাল ট্রাস্ট বহন করে। হাসপাতাল বেডের সংকুলান কম হওয়ায় প্রতিবার ৫০ জন করে অপারেশন করা হবে। একাজে নওগাঁ ইসলামীয়া চক্ষু হাসপাতালের ডাক্তার ছাড়াও কাউন্সিলর তামান্না ইয়াসমিন, ইনভেষ্টিগেন সহযোগী নিপা খাতুন, হাবিবুর রহমান, আহসান হাবীব, মাধবী মন্ডল, রিয়াজ উদ্দিন, গোলাম রাব্বানী প্রমুখ সহযোগীতা করছেন।

চেয়ারম্যান রিপন জানান, গতবছর অনুরুপ চক্ষুশিবিরে বিনামূল্যে ৭৮ জনের চোখে ছানি অপারেশন করা হয়। এবছরও এর আয়োজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সকলেই এতে সহযোগীতা করছেন।

তিনি বলেন, দৃষ্টিহীন ব্যক্তি দেশের বোঝা। তাদের চোখের আলো ফিরিয়ে দেয়ার মত মহৎ কাজে সকলকে এগিয়ে আসতে হবে। চাঁন্দাশ ইউনিয়ন ছাড়াও সারাদেশের যে কোন মানুষ এই চক্ষুশিবিরের সুবিধা নিতে পারেন। চোখের রোগী ছাড়াও তিনি কিডনী, ক্যান্সার, এক্সিডেন্টসহ যে কোন ধরনের অসুখের বিষয়ে সার্বিক সহযোগীতা দিয়ে থাকেন। একাজে উৎসাহী সকলকে সহযোগীতা করারও আহ্বান জানান তিনি।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে বিনামূল্যে চক্ষুশিবির উদ্বোধন (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৪:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৯ মার্চ ২০২২ :

নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে চক্ষুশিবিরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ কমপ্লেক্সে চক্ষুশিবিরের উদ্বোধন করেন চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন। এসময় ওই ইউপির মেম্বার, মহিলা মেম্বার, সচিব ও গ্রামপুলিশেরা উপস্থিত ছিলেন।

ক্যাম্প ইনচার্জ ডা: রাসেল আহমেদ জানান, ইসপাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতাল নওগাঁর সার্বিক সহযোগিতায় এই চক্ষুশিবিরে পাঁচ শতাধিক রোগীর চোখের প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও চশমা দেয়া হয়। এদের মধ্যে ছানি অপারেশনের জন্য বিকেল ৩টা পর্যন্ত ১৩০ জন রোগী নির্বাচন করা হয়। এই সংখ্যা আরো বাড়বে।

ক্যাম্প অর্গানাইজার জাহাঙ্গীর আলম জানান, এখানে বাছাই করা রোগীদের নওগাঁয় তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করানো হবে। এর জন্য জনপ্রতি ছয় হাজার টাকা খরচ হয়। কিন্তু এই চক্ষুশিবিরের রোগীদের নওগাঁ যাতায়াত, থাকা-খাওয়া, অপারেশন, ওষুধপত্র প্রভৃতির জন্য নেয়া হয় মাত্র দুই হাজার টাকা। এই টাকাও দেন ইউপি চেয়ারম্যান। বাকী টাকা হাসপাতাল ট্রাস্ট বহন করে। হাসপাতাল বেডের সংকুলান কম হওয়ায় প্রতিবার ৫০ জন করে অপারেশন করা হবে। একাজে নওগাঁ ইসলামীয়া চক্ষু হাসপাতালের ডাক্তার ছাড়াও কাউন্সিলর তামান্না ইয়াসমিন, ইনভেষ্টিগেন সহযোগী নিপা খাতুন, হাবিবুর রহমান, আহসান হাবীব, মাধবী মন্ডল, রিয়াজ উদ্দিন, গোলাম রাব্বানী প্রমুখ সহযোগীতা করছেন।

চেয়ারম্যান রিপন জানান, গতবছর অনুরুপ চক্ষুশিবিরে বিনামূল্যে ৭৮ জনের চোখে ছানি অপারেশন করা হয়। এবছরও এর আয়োজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সকলেই এতে সহযোগীতা করছেন।

তিনি বলেন, দৃষ্টিহীন ব্যক্তি দেশের বোঝা। তাদের চোখের আলো ফিরিয়ে দেয়ার মত মহৎ কাজে সকলকে এগিয়ে আসতে হবে। চাঁন্দাশ ইউনিয়ন ছাড়াও সারাদেশের যে কোন মানুষ এই চক্ষুশিবিরের সুবিধা নিতে পারেন। চোখের রোগী ছাড়াও তিনি কিডনী, ক্যান্সার, এক্সিডেন্টসহ যে কোন ধরনের অসুখের বিষয়ে সার্বিক সহযোগীতা দিয়ে থাকেন। একাজে উৎসাহী সকলকে সহযোগীতা করারও আহ্বান জানান তিনি।#