প্রকাশের সময় :
০৩:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
৯৮৫
মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২৪ মার্চ ২০২২ :
নওগাঁর ধামইরহাটে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মাঠ পর্যায়ের কর্মী, স্বাস্থ্য পরিদর্শক, ডেমিডেন ফাউন্ডেশন, বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।
পরে হাসপাতাল সভাকক্ষে বিনিয়োগ করি যক্ষা নির্মুলে-জীবন বাঁচাই সবাই মিলে, এই প্রদিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।