র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর পোরশায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পোরশার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা সভাপতিত্ব করেন।
এসময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনে সুপার ভাইজার আহসান হাবীব, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেয়ার টেকার আতিকুর রহমান, উপজেলা মডেল মসজিদ পাঠাগারের কেয়ার টেকার কামরুজ্জামান সরকার বাবু, জিসি ইসহাক আলী, মডেল মসজিদের ইমাম মাওলানা আহাদ শাহ্ চৌধুরী, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক শিক্ষিকা প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#