প্রকাশের সময় :
০৯:৩৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
৯৪১
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৫ মার্চ ২০২২ :
নওগাঁর মহাদেবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ শাপলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি ও ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য শ্রী অজিত কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান, উপজেলা চাল কল মালিক গ্রুপের সাবেক সভাপতি হাজী আব্দুল জব্বার, সাবেক সাধারণ সম্পদক ওসমান গণি, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, গৌতম কুমার মহন্ত প্রমুখ।
এছাড়া অন্যদের মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সাংবাদিক বরুণ মজুমদার, সাংবাদিক আমিনুর রহমান খোকন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির ১নং সদস্য নওশাদ আলী বেপারী, যুবলীগ নেতা আসাদুজ্জামান রতন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#