জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষকে দূর্নীতি, লুটপাট ও দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই দিতে পারেনি। তাই মার্চ মাসে আন্দোলন শুরু হয়েছে। তারেক রহমানের ডাকে সরকার পতনে যুবদল প্রস্তুত। গুলির মুখে থেকে রাজপথে থাকবে যুবদল। এই আন্দোলনে জিয়ার সৈনিকেরা শেখ হাসিনার পতন নিশ্চিত করে গণতন্ত্র ফিরিয়ে দেবে।’
তিনি আরো বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষ কিনতে পারছেন না। এমন অবস্থায় যুবদল বসে থাকতে পারে না। সবাইকে রাজপথে নামতে হবে।’
রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সর্বগ্রাসী দূর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে নওগাঁ জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি কথাগুলো বলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের চরম ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ছে লাগামহীনভাবে। যতদিন এই মাফিয়া সরকারের পতন না হবে, ততদিন পর্যন্ত এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।’
সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান সুইট প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। জেলা যুবদল সভাপতি বায়েজিদ হোসেন পলাশ এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা যুবদলের সহ-সভাপতি দেওয়ান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জেড এইচ খান মানিক, সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দায় টিপু, নওগাঁ পৌর যুবদলের আহ্বায়ক মেহেদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার সাইফুল ইসলাম সাজুসহ ১১ উপজেলার যুবদলের নেতারা।#