
পরীক্ষামূলক সম্প্রচার :
সবাইকে রাজপথে নামতে হবে : নওগাঁয় কেন্দ্রীয় যুবদলের সম্পাদক টুকু (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- ১০৫০

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৩ মার্চ ২০২২ :
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষকে দূর্নীতি, লুটপাট ও দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই দিতে পারেনি। তাই মার্চ মাসে আন্দোলন শুরু হয়েছে। তারেক রহমানের ডাকে সরকার পতনে যুবদল প্রস্তুত। গুলির মুখে থেকে রাজপথে থাকবে যুবদল। এই আন্দোলনে জিয়ার সৈনিকেরা শেখ হাসিনার পতন নিশ্চিত করে গণতন্ত্র ফিরিয়ে দেবে।’
তিনি আরো বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষ কিনতে পারছেন না। এমন অবস্থায় যুবদল বসে থাকতে পারে না। সবাইকে রাজপথে নামতে হবে।’
রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সর্বগ্রাসী দূর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে নওগাঁ জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি কথাগুলো বলেন।
সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান সুইট প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। জেলা যুবদল সভাপতি বায়েজিদ হোসেন পলাশ এতে সভাপতিত্ব করেন।
সর্বোচ্চ পঠিত