প্রকাশের সময় :
০২:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
৯০৪
মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১১ মার্চ ২০২২ : (বাম থেকে) পুণরায় মনোনীত সভাপতি মোসহেব কাক্কা মুসা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাঈদ হাসান তরফদার শাকিল------ছবি : আমিনুর রহমান খোকন
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১১ মার্চ ২০২২ :
নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মোসহেব কাক্কা মুসা পুণরায় সভাপতি ও নবনির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাতে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে আয়োজিত সম্মেলনের কাউন্সিল অধিবেশনের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৩ আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম সর্বসম্মতিক্রমে সদর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত ৭ জনের নাম ঘোষণা করেন। মনোনীত অন্যরা হলেন, দুজন সহ-সভাপতি আব্দুল হান্নান ও মাসুম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নয়ন, দুজন সাংগঠনিক সম্পাদক শ্রী বিমান চন্দ্র ঘোষ ও টগর কুমার মহন্ত।
এরআগে বিকেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি উদ্বোধক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল প্রধান অতিথি, অপর সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল প্রধান বক্তা এবং জেলা আওয়ামী লীগের সদস্য শ্রী অজিত কুমার মন্ডল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসহেব কাক্কা মুসা এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আতিকুর রহমান মনুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ ও জাহাঙ্গীর আলম তোতা, সাংগঠনিক সম্পাদক ডা: মজিবর রহমান, আলফা আনোয়ার ও রাহেনুল হক লুসা,
উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, কৃষকলীগের সভাপতি শ্রী অমিত কুমার ব্যানার্জী বাপ্পী, উপজেলা যুব মহিলা লীগের নেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশ্আরি, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আহসান হাবীব প্রমুখ।#