প্রকাশের সময় :
১২:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
৯৮০
মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ১০ মার্চ ২০২২ :
নওগাঁর মান্দায় ‘মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহযোগিতায় অগ্নিকাণ্ড নির্বাপন মহড়া প্রদর্শন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এসময় মান্দা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবুল কাসেম দেওয়ানের নেতৃত্বে অগ্নিকাণ্ড নির্বাপন বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অভিমান্য চন্দ্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বজয় কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ফ.ম আছফানুল আরেফিন, জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার জাহান, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবীব, মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান প্রমুখ। #