প্রকাশের সময় :
১২:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
৯৩৭
মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ৮ মার্চ : বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৮ মার্চ ২০২২ :
আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং পল্লী কর্ম সহায়ক সংস্থা আরকো ও বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা বিএসডিওর সহযোগিতায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ শাপলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি বিশেষ অতিথি হিবেসে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রিফাত হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় প্রমুখ।#