
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ ফেব্রুয়ারি ২০২২ :
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে তিন দিন ব্যাপি ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। মহাদেবপুর জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শনিবার ও রোববার ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে সকালে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জলনের মাধ্যমে এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে সভাপতিত্ব করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
