সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে তিন দিন ব্যাপি ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। মহাদেবপুর জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শনিবার ও রোববার ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে সকালে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জলনের মাধ্যমে এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে সভাপতিত্ব করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার পরিচালক ও সঞ্চালক উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম জানান, উপজেলার ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৮টি মাদ্রাসা ও ১টি কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬০টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিটি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপকে পুরস্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইব্রাহিম সরকার প্রমুখ।#