ভাষার মাস ফেব্রুয়ারি। মনের ভাব প্রকাশের প্রথম এবং একমাত্র মাধ্যম হচ্ছে ভাষা। ভাষা রক্ষায় প্রাণ দিয়েছেন অনেক ভাষা সংগ্রামী। অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে “ভাষার কবিতা পাঠ” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৭টায় স্থানীয় সামাজিক সংগঠন ‘নওগাঁ সাহিত্য পরিষদ’ শহরের কাজীর মোড় অস্থায়ী কার্যালয়ে এ কবিতার আসরের আয়োজন করে। পরিষদের সভাপতি কবি ও গল্পকার হাবিব রতন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবি ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, লিট্যল ম্যাগাজিন ‘বোল’ এর সম্পাদক শাহিন খন্দকার, কবি ও গল্পকার টগর মেহেদী, ভয়েজ অব নওগাঁ এর সম্পাদক ও কবি মোহাম্মদ নাসির, স্বপ্ন সারথী পাবলিক লাইব্রেরির সভাপতি আরাফাত হোসেন হিমেল সহ প্রমুখ ।
পরিষদের সহ-সভাপতি অনিন্দ্য তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ১৫জন কবি, সাহিত্যিক ও গল্পকার ভাষা শহীদের স্মৃতিচারণে ভাষার কবিতা পাঠ করেন।#