মহাদেবপুর দর্পণ, আর, আর চৌধুরী, নওগাঁ, ২৭ ফেব্রুয়ারি ২০২২ :
নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেছেন, ‘আপনারা যদি মনে করেন আমার সহযোগীতা প্রয়োজন, তাহলে সরাসরি আমার অফিসে আসবেন। আপনাদের জন্য আমার অফিসের দরজা খোলা। আমাকে স্যার বলতে হবেনা।’
তিনি বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। আপনারা সচেতন হলে সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব।’
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটার মোড় পুলিশ ফাঁড়ি চত্ত্বরে থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউস ডে’ পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি কথাগুলো বলেন।
মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ এতে সভাপতিত্ব করেন।