নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের ১১তম জাতীয় সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এনিয়ে এলাকায় কর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য। নেতারা গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের মধ্যে এনিয়ে চালাচ্ছেন প্রচারণা।
‘ঘুষ দূর্নীতি লুটপাট সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার রাজনীতিতে সততা ও সুস্থ ধারার আন্দোলন গড়ে তুলুন’ এই শ্লোগানে দেশের রাজনীতিতে তৃতীয় ধারা গঠনের আহ্বান জানাচ্ছেন তারা। এলাকায় তারা পাড়ায় পাড়ায় বৈঠক, পোষ্টারিং প্রভৃতি কাজে সময় পার করছেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে পোষ্টারিং করছিলেন প্রবীণ নেতা কমরেড অসিত দাস ও মুনসুর সরকার। তারা জানালেন সাধারণ মানুষের রুজি রুটির নিশ্চয়তার জন্য মানুষকে একদিন ন্যাপের ছাঁয়াতলে আসতে হবে।#