বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নওগাঁ জেলা শাখার সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ সরকার সাধারণ খেটে খাওয়া গণ-মানুষের ভোট ও ভাতের অধিকার ভূলুন্ডিত করেছে। তারা জনতার ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারেনি। দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় কোন সচেতন মানুষ চুপ করে বসে থাকতে পারেনা। তিনি এই দুই শক্তির বাইরে ধর্মনিরপেক্ষ মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যের ভিত্তিতে বাসদের নেতৃত্বে তৃতীয় শক্তি গঠনের এবং দূর্বার গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। তিনি আগামী ৪ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাসদের প্রথম কংগ্রেস সফল করারও আহবান জানান।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নওগাঁর মহাদবেপুর উপজেলা সদরের মাছের মোড় বাসস্ট্যান্ড বটতলায় উপজেলা বাসদের উদ্যোগে “সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে” আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এসব কথা বলেন।
উপজেলা বাসদের সভাপতি কমরেড কালপদ সরকার এতে সভাপতিত্ব করেন। কমরেড রণির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নওগাঁ জেলা বাসস নেতা কমরেড শাহীন চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি কমরেড মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ।#