নওগাঁর মহাদেবপুরে নবনির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সদ্য সাবেক হওয়া ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলুর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ও পুনরায় নির্বাচিত ৯নং ওয়ার্ড সদস্য আবদুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন। তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল।
এছাড়া জেলা আওয়ামী লীগ সদস্য শ্রী অজিত কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিজ্জামান বদি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, জাহাঙ্গীর আলম তোতা, সাংগঠনিক সম্পাদক আলফা আনোয়ার, রাহেনুল হক লুসা, আওয়ামী লীগ নেতা হাজী মোয়াজ্জেম হোসেন রিদয়, কালাচাঁদ কুন্ডু, মোসহেব কাক্কা, উপজেলা যুবলীগ আহবায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সামসুজ্জামান বিশ্বাস জামান, কৃষক লীগ সভাপতি শ্রী অমিত কুমার ব্যানার্জী বাপ্পি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুছা আল আশআরি, সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বার ও অতিথিদের উপহার দেওয়া হয়।#