নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার ও মহিলা মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেরা পরিষদ অডিটোরিয়ামে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০ ইউনিয়নের ৯০ জন মেম্বার ও ৩০ জন মহিলা মেম্বারের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন। এরআগে তিনি নবনির্বাচিতদের হাতে রজনীগন্ধার স্টিক তুলে দিয়ে বরণ করে নেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, নবনির্বাচিত মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, নবনির্বাচিত উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, সফাপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (৯ ফেব্রুয়ারি) নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান তার সম্মেলন কক্ষে মহাদেবপুর সদর, খাজুর, রাইগাঁ, চেরাগপুর ও ভীমপুর ইউনিয়ন এবং পরদিন এনায়েতপুর, চাঁন্দাশ, হাতুড়, উত্তরগ্রাম ও সফাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।#