নওগাঁ ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নিয়ামতপুরে কর্মসৃজন কর্মসূচি উদ্বোধন<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ১২ ফেব্রুয়ারি ২০২২ :

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি ইজিপিপি পর্যায়-১ এর কাজের উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলার তিলিহারী পাকার মাথা হতে আবাসান প্রকল্প পর্যন্ত এ কাজের উদ্বোধন করেন নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম।

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আতাব উদ্দীন, আবু বক্কর সিদ্দিক মন্টু, ইউনিয়ন পরিষদ সচিব রাজু আহম্মেদ প্রমুখ।

চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম বলেন, ‘ইজিপিপি পর্যায়-১ এর তিলিহারী পাকার মাথা হতে আবাসান প্রকল্পসহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় কাজ করবে নিয়োগপ্রাপ্ত শ্রমিক। এবারে এ ইউনিয়নের জন্য ২৬০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিদিন কাজের বিনিময়ে একজন শ্রমিক ৪০০ টাকা করে পারিশ্রমিক পাবেন।’#

আপলোডকারীর তথ্য

নিয়ামতপুরে কর্মসৃজন কর্মসূচি উদ্বোধন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ১২ ফেব্রুয়ারি ২০২২ :

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি ইজিপিপি পর্যায়-১ এর কাজের উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলার তিলিহারী পাকার মাথা হতে আবাসান প্রকল্প পর্যন্ত এ কাজের উদ্বোধন করেন নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম।

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আতাব উদ্দীন, আবু বক্কর সিদ্দিক মন্টু, ইউনিয়ন পরিষদ সচিব রাজু আহম্মেদ প্রমুখ।

চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম বলেন, ‘ইজিপিপি পর্যায়-১ এর তিলিহারী পাকার মাথা হতে আবাসান প্রকল্পসহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় কাজ করবে নিয়োগপ্রাপ্ত শ্রমিক। এবারে এ ইউনিয়নের জন্য ২৬০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিদিন কাজের বিনিময়ে একজন শ্রমিক ৪০০ টাকা করে পারিশ্রমিক পাবেন।’#