নওগাঁ সদরের মুক্তির মোড়ে জেলা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের উদ্যোগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টায় এনটিআরসিএ এর নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের আহবায়ক ফেরদৌস ওয়াহিদ এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল শিক্ষক মাজহারুল ইসলাম, সফিউদ্দিন, রাজিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘এনটিআরসিএ এর উদ্যোগে বর্তমানে যে শিক্ষক নিয়োগ হচ্ছে তা প্যানেল ভিত্তিক হচ্ছে না। তারা নিয়মবহির্ভূতভাবে প্যানেল ব্যতীত শিক্ষক নিয়োগ দিচ্ছেন।’
বক্তারা প্যানেল ভিত্তিক শিক্ষক নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।#