নওগাঁ ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটের আলোচিত সেই ডাক্তার মাজেদুর এখন শ্রীঘরে<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, এম, এ,মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১১ ফেব্রুয়ারি ২০২২ :

নওগাঁর ধামইরহাটের আলোচিত ডাক্তার, স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ডা. মাজেদুর রহমান এখন শ্রীঘরে।

তার বিরুদ্ধে দায়ের করা আলোচিত চাঁদবাজী ও জমির ফসল বিনষ্টের মামলায় থানা পুলিশ গত ৮ ফেব্রুয়ারি আটক করে কোর্টে চালান দিলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠান। তার আটকের খবরে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

অভিযোগে প্রকাশ, উপজেলার কাটনা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল গোফফার গাংরা মৌজার আরএস ৪০নং খতিয়ানের ১১৩ ও ১১৪ দাগে ৫৩ শতক জমিতে সরিষা রোপন করেন। ওই জমিতে চাষ করতে হলে দেড় লাখ টাকা চাঁদা দাবী করেন ডাক্তার মাজেদুর ও তার লোকেরা। চাঁদা না পেয়ে গতবছর ১৭ ডিসেম্বর দুপুর ২টায় ডাক্তার মাজেদুরের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী জমিতে লাগানো সরিষা গাছ উপড়ে বিনষ্ট করে।

এব্যাপারে আব্দুল গোফ্ফার ধামইরহাট থানায় মামলা করতে গেলে তদানিন্তন অফিসার ইনচার্জ (ওসি) কে, এম, রাকিবুল হুদা মামলা নিতে অস্বীকার করেন। গোফ্ফার এব্যাপারে নওগাঁর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অবশেষে থানা পুলিশ গত ১৬ জানুয়ারি মামলাটি এন্ট্রি করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধামইরহাট থানার এসআই নুরুল ইসলাম জানান, ডা: মাজেদুরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।#

আপলোডকারীর তথ্য

ধামইরহাটের আলোচিত সেই ডাক্তার মাজেদুর এখন শ্রীঘরে<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২

মহাদেবপুর দর্পণ, এম, এ,মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১১ ফেব্রুয়ারি ২০২২ :

নওগাঁর ধামইরহাটের আলোচিত ডাক্তার, স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ডা. মাজেদুর রহমান এখন শ্রীঘরে।

তার বিরুদ্ধে দায়ের করা আলোচিত চাঁদবাজী ও জমির ফসল বিনষ্টের মামলায় থানা পুলিশ গত ৮ ফেব্রুয়ারি আটক করে কোর্টে চালান দিলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠান। তার আটকের খবরে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

অভিযোগে প্রকাশ, উপজেলার কাটনা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল গোফফার গাংরা মৌজার আরএস ৪০নং খতিয়ানের ১১৩ ও ১১৪ দাগে ৫৩ শতক জমিতে সরিষা রোপন করেন। ওই জমিতে চাষ করতে হলে দেড় লাখ টাকা চাঁদা দাবী করেন ডাক্তার মাজেদুর ও তার লোকেরা। চাঁদা না পেয়ে গতবছর ১৭ ডিসেম্বর দুপুর ২টায় ডাক্তার মাজেদুরের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী জমিতে লাগানো সরিষা গাছ উপড়ে বিনষ্ট করে।

এব্যাপারে আব্দুল গোফ্ফার ধামইরহাট থানায় মামলা করতে গেলে তদানিন্তন অফিসার ইনচার্জ (ওসি) কে, এম, রাকিবুল হুদা মামলা নিতে অস্বীকার করেন। গোফ্ফার এব্যাপারে নওগাঁর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অবশেষে থানা পুলিশ গত ১৬ জানুয়ারি মামলাটি এন্ট্রি করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধামইরহাট থানার এসআই নুরুল ইসলাম জানান, ডা: মাজেদুরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।#