
পরীক্ষামূলক সম্প্রচার :
দাবী আদায়ে নওগাঁর ইঞ্জিনিয়ার সংগঠন আইইবি’র মানববন্ধন<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ১২:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- ১০১৩

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ১৮ জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এডিপিভূক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ণ জেলা প্রশাসনের মাধ্যমে নিশ্চিতকরণ হবে মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনটি প্রকৌশলীদের কর্মস্পৃহা হারিয়ে ফেলবে। এটি তাদেরকে হেয় প্রতিপন্ন করাস্বরূপ। যিনি যে বিষয়ের উপর বিশেষজ্ঞ তিনি সে বিষয়েই তার কর্মদক্ষতার পরিচয় দিতে পারেন। ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে ইঞ্জিনিয়ার ব্যতিত অন্য কাউকে দেখাশোনার দায়িত্ব দিলে এটা অপমানজনক। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে জেলা প্রশাসকদের সাথে প্রকৌশলীদের দ্বন্দ্ব তৈরি হবে। ফলশ্রুতিতে উন্নয়ন প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে। করোনা মহামারির মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টার ফলে মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী ট্যানেল, বড় বড় মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের পথে। অনতিবিলম্বে প্রজ্ঞাপনটি বাতিল না হলে আইইবির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রকৌশলীরা কর্মক্ষেত্রে কালো ব্যাচধারণ ও কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।’#
সর্বোচ্চ পঠিত