মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৩ ডিসেম্বর ২০১৯ :
গভীর রাতে দরিদ্র শীতার্তদের বাড়ী বাড়ী গিয়ে ঘুম থেকে জেগে তুলে তাদের মধ্যে কম্বল বিতরণ করলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
রবিবার দিবাগত রাত ৯ টায় ইউএনও তার সরকারী গাড়ী ভর্তি কম্বল নিয়ে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জে আত্রই নদীর বাঁধে বসবাস করা ছিন্নমূল পাটনী সম্প্রদায়ের বাড়ী বাড়ী গিয়ে তাদের ঘুম থেকে ডেকে তুলে প্রত্যেকের গায়ে একটি করে কম্বল জড়িয়ে দেন।
শীতে যবুথবু অসহায় এই সম্প্রদায়ের আবালবৃদ্ধবণিতা হঠাৎ করে তাদের বাড়ীতে ইউএনও’র আগমনে আনন্দে অভিভূত হয়ে পড়েন। এর আগে পর্যন্ত তারা একটি কম্বল, একটি ভিজিডি কার্ড, একটু সাহায্যের জন্য মহিলা ও পুরুষ জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ধর্না দিয়েছেন বলে জানান। কিন্তু এবার কারও কাছে না চাইতেই তাও আবার রাতের বেলায় এমন কাঙ্খিত কম্বল পেয়ে খুব খুশী হয়ে যান।
এসময় উপজেলা প্রকৌশলী সুমন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, পল্লী উন্নয়ন কর্তকর্তা সালাউদ্দিন সরকার প্রমুখ ইউএনও’র সঙ্গে ছিলেন।
ইউএনও জানান, এখানে মোট ৫৭ জন দু:স্থের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপজেলায় এবার মোট চার হাজার কম্বল বরাদ্দ করা হয় বলেও তিনি জানান। #