নওগাঁর মহাদেবপুরে একদম কাছে থেকে হেলিকপ্টার দেখতে উৎসুক মানুষের ভীড় জমে যায়। সোমবার (১০ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সেনাবাহিনী ও বিজিবির শীতকালীন যৌথ মহড়া পরিদর্শন করতে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মহাদেবপুর আসেন। তাঁকে বহনকারি সেনাবাহিনীর হেলিকপ্টারটি বেলা পৌঁনে ১১টায় মহাদেবপুর কলেজ মাঠে ল্যান্ড করে।
সকাল থেকেই বিজিবি জওয়ানরা এজন্য মাঠে অবস্থান নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেন। পুলিশ মাঠের চারিদিকে অবস্থান নিয়ে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে। এসব দেখে মাঠের চারিদিকে উৎসুক নারী-পুরুষ ভীড় জমান। কাছে থেকে হেলিকপ্টার দেখতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। হেলিকপ্টার ল্যান্ড করার সময় অনেকেই নিজ নিজ মোবাইলে দৃশ্যটির ভিডিও ধারণ করেন।
হেলিকপ্টার থেকে নেমে বিজিবি প্রধান গাড়ীযোগে খাজুর যান। সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত মানুষ অপেক্ষা করতে থাকেন পূণরায় হেলিকপ্টারের উড্ডয়ন দেখার জন্য।
বিকেল ৩টার দিকে বিজিবি প্রধান ওই হেলিকপ্টারে চেপেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। মহাদেবপুরের মানুষ অনেক দিন মনে রাখবেন এই হেলিকপ্টার নামা ও উড়ার দৃশ্য।
তবে ল্যান্ড করার সময় আর উড্ডয়নের সময় প্রচন্ড ধূলা আর গাছের পাতায় চারিদিক অন্ধকার হয়ে আসে। ফলে হেলিকপ্টার দেখতে আসা মানুষ বেকায়দায় পড়েন।#