নওগাঁ ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশায় শীতে যবুথবু গরীব মানুষ : ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ২৩ ডিসেম্বর ২০১৯ :

ঘন কুয়াশা ও হিমালয়ের পাদদেশ হতে বয়ে আসা হিম শীতল বাতাসে নওগাঁর সীমান্তবর্তী পোরশা উপজেলায় সর্বত্র জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশায় দিনগুলি চলছে গাঢ় কুয়াশা ঢাকায়। সারা দিনে একটুকুও রোদের দেখা মেলেনি। কুয়াশার চাদরে ঢাকা থাকছে গোটা উপজেলা। একারনে উপজেলার অসহায় ছিন্নমুল মানুষেরা তীব্র শীতে দারুন কষ্টের মধ্যে যুবুথুবু অবস্থায় জীবন যাপন করছে।

হাড়কাঁপা কনকনে শীতে যেখানে সেখানে শীতার্ত মানুষকে অগুন পোহাতে দেখা গেছে। পৌষের এই হাড় কাপানো শীতে নিম্ন আয়ের মানুষেরা বেশী কষ্ট পাচ্ছে। তাদের সল্প উপার্জনকৃত অর্থ দিয়ে সংসারের যাবতীয় প্রয়োজন মেটানোর কারনে পরিবারের জন্য শীতের গরম কাপড় কিনতে পারছেন না।

আবার শীতের সকালে, বেলা বাড়িয়ে কাজে গেলে অনেকে কামলা না নিয়ে ফিরিয়ে দিচ্ছে তাদের। বাধ্য হয়েই তারা কয়েক বছরের জির্ণসীর্ণ পুরাতন কাপড় দিয়েই কোন রকমে শীত নিবারন করছে।

এরই মধ্যে পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা সরকারীভাবে প্রাপ্ত কম্বল বিভিন্ন ইউনিয়নে গিয়ে চেয়ারম্যানদের সাথে নিয়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করেছেন। তবে শীত থাকাকালীন সময়ে কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এছাড়াও বে-সরকারী সংস্থা গুলি অসহায় শীতার্থ মানুষের মাঝে শীবস্ত্র বিতরণ। কিন্তু এগুলো জনসংখ্যার চেয়ে অপ্রতুল মনে করছেন অনেকে। একারণে এলাকার হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষদের শীত নিবারনের জন্য শীতের এক খন্ড গরম কাপড়ের জন্য সরকার তথা উপজেলার হৃদয়বান মানুষ ও বিভিন্ন এনজিও সংস্থার নিকট আবেদন জানিয়েছেন এলাকাবাসী। #

আপলোডকারীর তথ্য

পোরশায় শীতে যবুথবু গরীব মানুষ : ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় : ১২:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ২৩ ডিসেম্বর ২০১৯ :

ঘন কুয়াশা ও হিমালয়ের পাদদেশ হতে বয়ে আসা হিম শীতল বাতাসে নওগাঁর সীমান্তবর্তী পোরশা উপজেলায় সর্বত্র জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশায় দিনগুলি চলছে গাঢ় কুয়াশা ঢাকায়। সারা দিনে একটুকুও রোদের দেখা মেলেনি। কুয়াশার চাদরে ঢাকা থাকছে গোটা উপজেলা। একারনে উপজেলার অসহায় ছিন্নমুল মানুষেরা তীব্র শীতে দারুন কষ্টের মধ্যে যুবুথুবু অবস্থায় জীবন যাপন করছে।

হাড়কাঁপা কনকনে শীতে যেখানে সেখানে শীতার্ত মানুষকে অগুন পোহাতে দেখা গেছে। পৌষের এই হাড় কাপানো শীতে নিম্ন আয়ের মানুষেরা বেশী কষ্ট পাচ্ছে। তাদের সল্প উপার্জনকৃত অর্থ দিয়ে সংসারের যাবতীয় প্রয়োজন মেটানোর কারনে পরিবারের জন্য শীতের গরম কাপড় কিনতে পারছেন না।

আবার শীতের সকালে, বেলা বাড়িয়ে কাজে গেলে অনেকে কামলা না নিয়ে ফিরিয়ে দিচ্ছে তাদের। বাধ্য হয়েই তারা কয়েক বছরের জির্ণসীর্ণ পুরাতন কাপড় দিয়েই কোন রকমে শীত নিবারন করছে।

এরই মধ্যে পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা সরকারীভাবে প্রাপ্ত কম্বল বিভিন্ন ইউনিয়নে গিয়ে চেয়ারম্যানদের সাথে নিয়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করেছেন। তবে শীত থাকাকালীন সময়ে কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এছাড়াও বে-সরকারী সংস্থা গুলি অসহায় শীতার্থ মানুষের মাঝে শীবস্ত্র বিতরণ। কিন্তু এগুলো জনসংখ্যার চেয়ে অপ্রতুল মনে করছেন অনেকে। একারণে এলাকার হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষদের শীত নিবারনের জন্য শীতের এক খন্ড গরম কাপড়ের জন্য সরকার তথা উপজেলার হৃদয়বান মানুষ ও বিভিন্ন এনজিও সংস্থার নিকট আবেদন জানিয়েছেন এলাকাবাসী। #