প্রকাশের সময় :
০৭:৩২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
৯৬৫
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৪ ডিসেম্বর ২০২১ :
নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয় এ দিবসটি।
নেতাকর্মীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের এমপি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক এতে সভাপতিত্ব করেন।
এসময় নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সহ সভাপতি নির্মল কৃষ্ণ সাহাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#