নওগাঁ ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে রাবেয়া পল্লীর মেহমান খানার উদ্যোগে দু:স্থ ও শিশুদের আপ্যায়ন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩ ডিসেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে রাবেয়া পল্লীর মেহমান খানার উদ্যোগে দু:স্থ ও শিশুদের আপ্যায়নের আয়োজন করা হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে বিভিন্ন স্তরের দু:স্থ ও মাদ্রাসার শিশুদের দুপুরের খাবার ব্যবস্থা করা হয়।

সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিডিএফ এবং মহাদেবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগীতায় এর আয়োজন করা হয়। মহাদেবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী সাঈদ হাসান তরফদার শাকিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। মহাদেবপুর কেন্দ্রীয় বাজার জামেহ মসজিদের পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান দোওয়া পরিচালনা করেন।

আয়োজক সংস্থার পরিচালক ওবায়দুল হক বাচ্চু বলেন, প্রায় সাতশ’ মেহমান দুপুরের খাবারে অংশ নেন। উদ্দেশ্য ছিল তৃপ্তি সহকারে একবেলা আহার।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মহাদেবপুরে রাবেয়া পল্লীর মেহমান খানার উদ্যোগে দু:স্থ ও শিশুদের আপ্যায়ন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:২৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩ ডিসেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে রাবেয়া পল্লীর মেহমান খানার উদ্যোগে দু:স্থ ও শিশুদের আপ্যায়নের আয়োজন করা হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে বিভিন্ন স্তরের দু:স্থ ও মাদ্রাসার শিশুদের দুপুরের খাবার ব্যবস্থা করা হয়।

সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিডিএফ এবং মহাদেবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগীতায় এর আয়োজন করা হয়। মহাদেবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী সাঈদ হাসান তরফদার শাকিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। মহাদেবপুর কেন্দ্রীয় বাজার জামেহ মসজিদের পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান দোওয়া পরিচালনা করেন।

আয়োজক সংস্থার পরিচালক ওবায়দুল হক বাচ্চু বলেন, প্রায় সাতশ’ মেহমান দুপুরের খাবারে অংশ নেন। উদ্দেশ্য ছিল তৃপ্তি সহকারে একবেলা আহার।#