প্রকাশের সময় :
১১:২৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
৯২৮
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩ ডিসেম্বর ২০২১ :
নওগাঁর মহাদেবপুরে রাবেয়া পল্লীর মেহমান খানার উদ্যোগে দু:স্থ ও শিশুদের আপ্যায়নের আয়োজন করা হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে বিভিন্ন স্তরের দু:স্থ ও মাদ্রাসার শিশুদের দুপুরের খাবার ব্যবস্থা করা হয়।
সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিডিএফ এবং মহাদেবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগীতায় এর আয়োজন করা হয়। মহাদেবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী সাঈদ হাসান তরফদার শাকিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। মহাদেবপুর কেন্দ্রীয় বাজার জামেহ মসজিদের পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান দোওয়া পরিচালনা করেন।
আয়োজক সংস্থার পরিচালক ওবায়দুল হক বাচ্চু বলেন, প্রায় সাতশ’ মেহমান দুপুরের খাবারে অংশ নেন। উদ্দেশ্য ছিল তৃপ্তি সহকারে একবেলা আহার।#