নওগাঁ ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে মহিলা বুথ দখল করে নৌকায় জাল ভোট : একজন আটক<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, বদলগাছী (নওগাঁ), ২৮ নভেম্বর ২০২১ : পুলিশের হাতে আটক শামীম (মাঝে)-----সাঈদ টিটো

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৮ নভেম্বর ২০২১ :

নওগাঁর বদলগাছীতে দলবেঁধে মহিলা ভোটকেন্দ্রে ঢুকে জোড়পূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে একের পর এক নৌকা মার্কায় জাল ভোট দিচ্ছিল ওরা। সাহসী ভূমিকা পালন করলেন ওই কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার। তিনি খবর দিলেন পুলিশে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসী যুবকেরা।

পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে একজন। তার নাম শামীম হোসেন (২৮)। উপজেলার রহিমপুর গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মহিলা বুথে এই ঘটনা ঘটে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোশারফ হোসেন জানান, এই ঘটনায় ভোটগ্রহণ কিছুটা সময় বন্ধ ছিল। কিছু সময় পর আবার ভোটগ্রহণ করা হয়।

কয়েকজন প্রার্থী এই কেন্দ্রে ব্যাপক জাল ভোট দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। #

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে মহিলা বুথ দখল করে নৌকায় জাল ভোট : একজন আটক<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৪:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৮ নভেম্বর ২০২১ :

নওগাঁর বদলগাছীতে দলবেঁধে মহিলা ভোটকেন্দ্রে ঢুকে জোড়পূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে একের পর এক নৌকা মার্কায় জাল ভোট দিচ্ছিল ওরা। সাহসী ভূমিকা পালন করলেন ওই কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার। তিনি খবর দিলেন পুলিশে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসী যুবকেরা।

পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে একজন। তার নাম শামীম হোসেন (২৮)। উপজেলার রহিমপুর গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মহিলা বুথে এই ঘটনা ঘটে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোশারফ হোসেন জানান, এই ঘটনায় ভোটগ্রহণ কিছুটা সময় বন্ধ ছিল। কিছু সময় পর আবার ভোটগ্রহণ করা হয়।

কয়েকজন প্রার্থী এই কেন্দ্রে ব্যাপক জাল ভোট দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। #