নওগাঁ
০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
প্রচ্ছদ
মহাদেবপুর
নওগাঁ
সাপাহার
পত্নীতলা
পোরশা
নিয়ামতপুর
বদলগাছী
মান্দা
রাণীনগর
আত্রাই
ধামইরহাট
ইপেপার
আন্তর্জাতিক
এ সপ্তাহের খুৎবা
ও আমার দেশের মাটি
খেলাধুলা
জাতীয়
নওগাঁ জেলা
আত্রাই
ধামইরহাট
নওগাঁ সদর
নিয়ামতপুর
পত্নীতলা
পোরশা
বদলগাছী
মহাদেবপুর
মান্দা
রাণীনগর
সাপাহার
নিরাপদ সড়ক চাই
বাতায়ন
বিনোদন
মাদককে না বলো
মানুষ মানুষের জন্য
মিডিয়া
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ
রাজনীতি
লিড নিউজ
সম্পাদকীয়
স্পেশাল দর্পণ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##
প্রচ্ছদ
মহাদেবপুর
মহাদেবপুরে কুমড়ো বড়িতে সংসার<<মহাদেবপুর দর্পণ>>
মহাদেবপুরে কুমড়ো বড়িতে সংসার<<মহাদেবপুর দর্পণ>>
মহাদেবপুর দর্পণ ডেস্ক
প্রকাশের সময় : ০২:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
৮৬২
মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২৮ নভেম্বর ২০২১ : কুমড়ো আর মাসকলাইয়ের আটা ফেটিয়ে নিচ্ছেন প্রফুল্ল মহন্ত (উপরে বাম থেকে), চাটাইয়ে বড়ি দিচ্ছেন উজালা রাণী, শুকানো বড়ি বাজারে নেয়ার জন্য বাছাই করছেন চঞ্চল কুমার, চাটাইয়ে বড়ি শুকাতে দিয়েছেন শংকরী রাণী (নিচে)------ছবি : সাঈদ টিটো
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ নভেম্বর ২০২১ :
সারাদেশে সুস্বাদু কুমড়ো বড়ির ভরা মৌসুম এখন। মূলত: চাপাইনবাবগঞ্জ আর নওগাঁ জেলার সীমান্তবর্তী পোরশা ও সাপাহার অঞ্চলের মানুষের মধ্যে ঐতিহ্যবাহী প্রোটিনযুক্ত মাসকলাইয়ের রুটি খাওয়ার প্রচলন রয়েছে বছরজুড়ে। যারা ভারত থেকে একচেঞ্জ করে এদেশে এসেছেন তাদের দেখাদেখি অন্যরাও মজা করে খান এই রুটি। এই মাসকলাই দিয়েই তৈরি হয় আরেক সুস্বাদু খাবার কুমড়ো বড়ি। তবে শীত এলেই এর কদর বাড়ে। নওগাঁর গ্রামাঞ্চলে ঘরে ঘরে এখন তৈরি হচ্ছে কুমড়ো বড়ি। কেউ নিজের পরিবারের জন্য, আবার কেউ বাণিজ্যিকভাবে তৈরি করে হাটে বাজারে বিক্রি করছেন। কুমড়ো বড়িতেই চলছে কারো কারো সংসার।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়ন সদরের মাতাজীহাটে গিয়ে দেখা যায় পাকা রাস্তার পাশেই চলছে কুমড়ো বড়ি তৈরির যাবতীয় কাজ। কেউ কুমড়ো আর মাসকলাইয়ের আটা মিশিয়ে ফেটিয়ে নিচ্ছেন, কেউ চাটাইয়ে বড়ি দিচ্ছেন, কেউ কাঁচা বড়ি শুকাতে দিচ্ছেন, আবার কেউ শুকানো বড়ি বাজারে নেয়ার কাজ করছেন। কাজের তদারকি করছিলেন এক গৃহবধূ। নাম জানালেন মাধবী রাণী মহন্ত (৫০)। তার স্বামী প্রফুল্ল চন্দ্র মহন্ত রাস্তার আরেক পাশে কুমড়ো আর মাসকলাইয়ের আটা ফেটানোর কাজ করছিলেন।
মাধবী জানালেন, কুমড়ো বড়ি তৈরি করা খুবই সহজ। বাজার থেকে ৯৫ টাকা কেজি দরে মাসকলাই আর ৩০/৪০ টাকায় কুমড়ো কিনে আনেন। কলাই পানিতে ভিজিয়ে রাখেন আর কুমড়ো কেটে কাটাচামচ দিয়ে কুড়ে নেন। কুমড়ো কুচির ভর্তা তৈরি করে পানি ঝরানোর জন্য পরিস্কার কাপড়ে বেঁধে চালের বাতায় ঝুলিয়ে রাখা হয়। ভিজে নরম হওয়া মাসকলাই সনাতন পদ্ধতির জাঁতায় পিষে আটা বানানো হয়। জাঁতায় পিষা আটায় আঠা হয় বেশি। এখন অবশ্য অনেকে আটাকোটা মেশিনেই মাসকলাই পিষে নেন। মেশিনের আটায় বানানো বড়ির স্বাদ কম হয়। একটা বড় কুমড়ার সাথে ৫ কেজি মাসকলাইয়ের আটা, কালোজিরা আর বিভিন্ন মশলা মিশিয়ে পানি দিয়ে ভালভাবে ফেটিয়ে নিতে হয়। যত বেশি ফেটানো যায় তত ভাল বড়ি হয়।
রাস্তার অপর পাশে ফেটানো মিকচার বাঁশের চাটাইয়ের উপর ছোট ছোট করে বিছিয়ে বড়ি বানাচ্ছিলেন সুজালা রাণী মহন্ত (৪০)। তিনি জানালেন ৫ কেজি মাসকলাইয়ের আটার বড়ি শুকিয়ে সাড়ে ৩ কেজি হয়। প্রতিকেজি বড়ি বিক্রি হয় ৩০০ টাকায়। রাস্তার আরেক পাশে আতুড়া গ্রাম। সেখানে অসংখ্য চাটাইয়ে দেয়া বড়ি উঁচু মাচানে রেখে রোদে শুকাচ্ছিলেন সুদর্শন চন্দ্র মহন্তের স্ত্রী শংকরী রাণী মহন্ত (৫০)। তিনি জানালেন কেউ কেউ একটি কুমড়োর সাথে ১০ কেজি মাসকলাইয়ের আটা মেশান। স্থানীয়রা জানান, কেউ কেউ ৩০ টাকা কেজির গমের আটাও মেশান। কিন্তু এই মহল্লার বড়ি তৈরির কারিগররা তা অস্বীকার করেন।
পাকা রাস্তার পূর্বপাশে শুকানো বড়ি বাজারে বিক্রির জন্য বাছাই করছিলেন সুজালার স্বামী চঞ্চল কুমার মহন্ত। তিনি জানালেন, এসব বড়ি নিজ এলাকা ছাড়াও উপজেলার পীরগঞ্জ হাট, পতœীতলা উপজেলার গগণপুর হাট, ধামইরহাট উপজেলার ফতেপুর হাট প্রভৃতি স্থানে বিক্রি করেন। শীতের শুরুতেই শুরু হয় তাদের এ ব্যবসায়। আশি^ন, কার্তিক, অগ্রহায়ণ আর পৌষ এই ৪ মাস জমজমাট বিক্রি হয় কুমড়ো বড়ি। প্রতিদিন তারা আধামণ থেকে ৬ ধারা (৩০ কেজি) পর্যন্ত বড়ি তৈরি করেন। তাদের সাথে বড়ি তৈরির কাজ করেন অমল ও তার স্ত্রী নমিতা, অন্তর ও তার স্ত্রী সমাপ্তি, কাজল ও তার স্ত্রী সাথী। মেয়েরা বড়ি তৈরি করেন আর পুরুষেরা বিক্রি করেন।
শংকরী রাণী জানালেন, তার ছেলে সুজন বিভিন্ন হাটে নিয়ে গিয়ে বড়ি বিক্রি করে। বড়ি বিক্রি করে যে লাভ হয় তা দিয়ে তারা স্বামী-স্ত্রী, ছেলে, ছেলের বউ আর এক নাতনির সংসার চলে যায়। বড়ির মৌসুম পার হলে তারা কৃষি কাজ করেন।
এই বড়ি পল্লীতেই দেখা হলো রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের সাথে। পাশেই বাড়ি তাঁর। তিনি জানালেন, দীর্ঘদিন ধরে এই পল্লীর বাসিন্দারা কুমড়ো বড়ি তৈরির কাজ করে আসছেন। কিন্তু একাজে তাদেরকে সহযোগিতা করেননি কেউ। এই কম্পিউটারের যুগেও তাদেরকে রাস্তার পাশে খোলা জায়গায় ধূলা ময়লার মধ্যে এ খাবার তৈরির কাজ করতে হয়। শুকাতে হয় খোলা জায়গাতেই। এলাকার প্রায় ঘরে ঘরে এই খাবার তৈরি হলেও পরিকল্পিত মানসম্মত পরিবেশে বাণিজ্যিকভাবে কুমড়ো বড়ি তৈরির কোন কারখানা গড়ে ওঠেনি।#
আপলোডকারীর তথ্য
সকল নিউজ দেখুন
এ জাতীয় আরো খবর
মহাদেবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুটবল টুর্নামেন্ট
মহাদেবপুরে স্কুলের সদস্য পদ নিয়ে যুবদল-কৃষকদল নেতার মারামারি
মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস
মহাদেবপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন
মহাদেবপুরে বাগানের তিনশ’ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট
মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সর্বোচ্চ পঠিত
মহাদেবপুরে বাগানের তিনশ’ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট
মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মহাদেবপুরে ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ
মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস
মহাদেবপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন
সর্বেশষ সংবাদ
মহাদেবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুটবল টুর্নামেন্ট
বিলুপ্তির পথে পোরশার ঐতিহ্যবাহী মৃৎশিল্প
মহাদেবপুরে স্কুলের সদস্য পদ নিয়ে যুবদল-কৃষকদল নেতার মারামারি
মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস
মহাদেবপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন