নওগাঁ ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় সিপিবির সমাবেশ : ‘গণদুশমন সরকার গণবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে’<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৯ নভেম্বর ২০২১ :

জ্বালানী তেল ও সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা শাখার সভাপতি কমরেড মহসীন রেজা বলেছেন, ‘গণদুশমন সরকার আরো একটি গণবিরোধী সিদ্ধান্ত দেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছে।’

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে সিপিবি নওগাঁ জেলা শাখার আয়োজনে শহরের ব্রিজের মোড়ে অনুষ্ঠিত জ্বালানী তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে কমরেড মহসীন রেজা বলেন, ‘দেশের মানুষ দ্রব্যমূল্যের চরম উর্ধগতির কষাঘাতে দিশেহারা। উপরন্ত জ্বালানী তেলের এই দাম বাড়ানো পরিবহন খরচ থেকে শুরু করে সর্বত্র দ্রব্য মূল্যের ভয়ঙ্কর উর্ধ্বগতি সৃষ্টি করবে। মানুষের পক্ষে এই জুলুম আর মুখবুজে সহ্য করা সম্ভব নয়। রান্নার গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৫৪ টাকা বৃদ্ধি করে ১৩১৩ টাকা করায় সাধারণ মানুষের জীবনে আরো দুর্গতি নেমে আসে।’

সভায় সিপিবি নওগাঁ জেলা শাখার সাধরণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম বলেন, ‘সরকার সীমাহীন লুটপাট ও দুর্নিতির আর্থিক দায় জনগণের কাধে চাপাতেই জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে।’

শফিকুল ইসলাম দেশবাসীকে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত এবং দু:শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার এবং সারাদেশে পার্টি নেতৃবৃন্দকে জনগনকে সাথে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন সিপিবি নওগাঁ জেলা শাখার সাবেক সভাপতি কমরেড প্রদ্যুত ফৌজদার, সিপিবি নেতা কমরেড আলীমুর রেজা রানা, কমরেড মমিনুল ইসলাম স্বপন। এছাড়াও ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় সিপিবির সমাবেশ : ‘গণদুশমন সরকার গণবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে’<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৯ নভেম্বর ২০২১ :

জ্বালানী তেল ও সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা শাখার সভাপতি কমরেড মহসীন রেজা বলেছেন, ‘গণদুশমন সরকার আরো একটি গণবিরোধী সিদ্ধান্ত দেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছে।’

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে সিপিবি নওগাঁ জেলা শাখার আয়োজনে শহরের ব্রিজের মোড়ে অনুষ্ঠিত জ্বালানী তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে কমরেড মহসীন রেজা বলেন, ‘দেশের মানুষ দ্রব্যমূল্যের চরম উর্ধগতির কষাঘাতে দিশেহারা। উপরন্ত জ্বালানী তেলের এই দাম বাড়ানো পরিবহন খরচ থেকে শুরু করে সর্বত্র দ্রব্য মূল্যের ভয়ঙ্কর উর্ধ্বগতি সৃষ্টি করবে। মানুষের পক্ষে এই জুলুম আর মুখবুজে সহ্য করা সম্ভব নয়। রান্নার গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৫৪ টাকা বৃদ্ধি করে ১৩১৩ টাকা করায় সাধারণ মানুষের জীবনে আরো দুর্গতি নেমে আসে।’

সভায় সিপিবি নওগাঁ জেলা শাখার সাধরণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম বলেন, ‘সরকার সীমাহীন লুটপাট ও দুর্নিতির আর্থিক দায় জনগণের কাধে চাপাতেই জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে।’

শফিকুল ইসলাম দেশবাসীকে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত এবং দু:শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার এবং সারাদেশে পার্টি নেতৃবৃন্দকে জনগনকে সাথে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন সিপিবি নওগাঁ জেলা শাখার সাবেক সভাপতি কমরেড প্রদ্যুত ফৌজদার, সিপিবি নেতা কমরেড আলীমুর রেজা রানা, কমরেড মমিনুল ইসলাম স্বপন। এছাড়াও ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।#