নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির সুফলভোগী সদস্যদের ৩ দিন ব্যাপি ‘অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণে’র উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টায় বিআরডিবির নিজস্ব মিলনায়তনে আয়োজিত সমাবেশে বিআরডিবি নওগাঁর উপ-পরিচালক খাদেমুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক সাখাওয়াত হোসেন ও সাংবাদিক গৌতম কুমার মহন্ত এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার টুটুল এতে সভাপতিত্ব করেন।
বিআডিবির ৪০ জন নারী পুরুষ প্রশিক্ষণে অংশ নেন। এই প্রকল্পে ইতিমধ্যে ৩ টি ব্যাচে ১২০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া অপ্রধান শস্য চাষে ১৫০ জন সদস্যের মধ্যে ১৮ লক্ষ টাকার ঋণ দেয়া হয়েছে।#