প্রকাশের সময় :
১২:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
৯২৭
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৮ নভেম্বর ২০২১ :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আপন দুই ভাই। একজন আওয়ামী লীগের, অন্যজন ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী। দুজনই চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট। ভোটের মাঠে কেউই কাউকে ছাড় দিতে নারাজ। দুই ভাইয়ের ভোটযুদ্ধ নিয়ে ভোটারদের মধ্যেও ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে।
নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুল লতিফ বকুল নৌকা প্রতীক এবং তার বড় ভাই শহীদ হাসান সিদ্দিকী স্বপন হাতুড়ি প্রতীকে প্রচারণা চালাচ্ছেন। ১১ নভেম্বর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটযুদ্ধে দুই ভাইয়ের লড়াই ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভোটারদের মাঝে আলোচনা-সমালোচনার যেন কমতি নেই। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে প্রতিশ্রুতি। ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়ামহল্লা, হাটবাজারসহ সবখানেই ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন কর্মীরা। শুধু দলীয় বিবেচনায় নয়, ব্যক্তি পরিচয়ে প্রার্থীই ভোট পাবেন বলে মনে করছেন ভোটাররা।
দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করায় দ্বিধায় পড়েছেন প্রার্থীদের স্বজনরা। এখন দেখার বিষয় ১১ নভেম্বর কার গলায় উঠে বিজয়ের মালা। তবে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বীর মধ্যে তৃতীয় পক্ষ ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা জুয়েল বিজয়ী হতে পারেন বলেও মনে করছেন ভোটাররা। এর আগে তিনি ইউপি চেয়ারম্যান ছিলেন।
এছাড়া এই ইউনিয়ন থেকে আনারস প্রতীকে সারোয়ার কামাল চঞ্চল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মুমিন।#