প্রকাশের সময় :
১২:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
৮৯৭
Spread the love
মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৮ নভেম্বর ২০২১ :
নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় বরাদ্দকরা অর্থে এসব সহায়তা প্রদান করা হয়।
রোববার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি ও সাবেক মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, জাতীয় আদিবাসী পরিষদ মান্দা শাখার সভাপতি নীরেন চন্দ্র প্রমুখ।
শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির ৪৮ হাজার টাকা, একই সম্প্রদায়ের বয়োবৃদ্ধ ৮ ব্যক্তিকে ৪০ হাজার টাকা ও ১০ শিক্ষার্থীকে ১০টি বাইসাইকেল প্রদান করা হয়। #