প্রকাশের সময় :
০৭:৪২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
৮৮১
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৮ নভেম্বর ২০২১ :
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে আমাদের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন করতে হবে। উঠতি বয়সের তরুণ-তরুণীরা খেলাধূলার সুযোগ পেলে শারীরীক, মানষিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে।
নবনির্মিত ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। এর আগে তিনি ফিতে কেটে স্টেডিয়ামের উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম,
জেলা আওয়ামী লীগ সদস্য অজিত কুমার মন্ডল,
সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, রাইগাঁ ইউপি চেয়ারমান মঞ্জুর আলম মঞ্জু,
খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাইদুর রহমান লিটনের সভাপতিত্বে প্রভাষক মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়,
অটোরাইস মিলের স্বত্ত্বাধিকারী ওসমাণ গণি, মহাদেবপুর ব্যাডমিন্টন এসোসিয়েশনের সদস্য আল মোস্তাফিজ প্রমুখ।
এছাড়া অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, ইনডোর স্টেডিয়ামের উদ্যোক্তা বয়লার ব্যবসায়ী আবদুস সালাম,
ক্রীড়াবিদ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ হোসেন, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল,
সদর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা সাঈদ হাসান তরফদার শাকিল, চাঁন্দাশ ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী মাষ্টার আমজাদ হোসেন, রাইগাঁ ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী রাইগাঁ কলেজের অধ্যক্ষ কবি আরিফুর রহমান আরিফ, সফাপুর ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী আবদুস সালাম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#