নওগাঁ ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে বিধবার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের অভিযোগ<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৬ নভেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে এক বিধবার বিরোধীয় জমিতে জোড়পূর্বক ঘর নির্মাণের অভিযোগ করা হয়েছে। এনিয়ে উভয়পক্ষে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা দেখা দিয়েছে।

উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের বিধবা স্ত্রী সুবজান বেওয়া অভিযোগ করেন যে, তার স্বামী তাদের ১০ একর সাড়ে ৯০ শতক জমি বাবদ ১৯৯৪ সালে নওগাঁর ৭নং মহাদেবপুর সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করেন। সে মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

এমতাবস্থায় বিবাদীরা বিরোধীয় জমিতে পাকা ঘরবাড়ি নির্মাণের পায়তারা চালালে গত ২ নভেম্বর মৃত নজির উদ্দিনের ছেলে নওশাদ, রায়হান ও আতাউর রহমানের বিরুদ্ধে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানান। আদালত নিষেধাজ্ঞার বিষয়ে ২১ নভেম্বর শুনানীর দিন ধার্য করেন।

কিন্তু বিবাদীরা এরপর থেকেই ওই জমিতে পাকা বাড়ি নির্মাণ শুরু করে। সুবজান বেওয়ার মেয়ে শিরিনা খাতুন এব্যাপারে মহাদেবপুর থানার ওসিকে বিষয়টি জানালে শনিবার (৬ নভেম্বর) দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নতুন নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়। কিন্তু পুলিশ চলে যাবার পর বিবাদীরা আবার নির্মাণ কাজ শুরু করে।

বিকেলে সরেজমিনে ওই এলাকায় গেলে সাংবাদিক দেখে মিস্ত্রিরা কাজ ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বিবাদী আতাউর রহমানের স্ত্রী রেহেনা বেগম জানান, তাদের জমিতেই তারা নির্মাণ কাজ করছেন। আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানেন না বলে জানান।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে বিধবার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের অভিযোগ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:২৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৬ নভেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে এক বিধবার বিরোধীয় জমিতে জোড়পূর্বক ঘর নির্মাণের অভিযোগ করা হয়েছে। এনিয়ে উভয়পক্ষে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা দেখা দিয়েছে।

উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের বিধবা স্ত্রী সুবজান বেওয়া অভিযোগ করেন যে, তার স্বামী তাদের ১০ একর সাড়ে ৯০ শতক জমি বাবদ ১৯৯৪ সালে নওগাঁর ৭নং মহাদেবপুর সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করেন। সে মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

এমতাবস্থায় বিবাদীরা বিরোধীয় জমিতে পাকা ঘরবাড়ি নির্মাণের পায়তারা চালালে গত ২ নভেম্বর মৃত নজির উদ্দিনের ছেলে নওশাদ, রায়হান ও আতাউর রহমানের বিরুদ্ধে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানান। আদালত নিষেধাজ্ঞার বিষয়ে ২১ নভেম্বর শুনানীর দিন ধার্য করেন।

কিন্তু বিবাদীরা এরপর থেকেই ওই জমিতে পাকা বাড়ি নির্মাণ শুরু করে। সুবজান বেওয়ার মেয়ে শিরিনা খাতুন এব্যাপারে মহাদেবপুর থানার ওসিকে বিষয়টি জানালে শনিবার (৬ নভেম্বর) দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নতুন নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়। কিন্তু পুলিশ চলে যাবার পর বিবাদীরা আবার নির্মাণ কাজ শুরু করে।

বিকেলে সরেজমিনে ওই এলাকায় গেলে সাংবাদিক দেখে মিস্ত্রিরা কাজ ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বিবাদী আতাউর রহমানের স্ত্রী রেহেনা বেগম জানান, তাদের জমিতেই তারা নির্মাণ কাজ করছেন। আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানেন না বলে জানান।#