প্রকাশের সময় :
০৭:১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
৮৯৮
মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১ নভেম্বর ২০২১ : নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা মহাদেবপুর থানার এসআই আবু রায়হান সরদার
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১ নভেম্বর ২০২১ :
নওগাঁর মহাদেবপুর থানার এসআই মো: আবু রায়হান সরদার নওগাঁ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
এবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ পিপিএম বিপিএম (বার) সারাদেশের ৬৪ জেলায় একজন করে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচিত করে তাদেরকে সম্মাননা প্রদানের উদ্যোগ নেন।
অপরাধ দমনে স্থানীয় কমিউনিটির মাধ্যমে সংবাদ সংগ্রহ, দ্রুত ব্যবস্থা গ্রহণ ও স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তিতে সফলতা অর্জন করায় মহাদেবপুর থানার এসআই রায়হানকে জেলায় শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
গত ৩০ অক্টোবর বিকেলে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম তার হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি প্রফেসর শরিফুল ইসলাম খান এতে সভাপতিত্ব করেন।
এসআই রায়হান জানান, তিনি অত্যন্ত সততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। সম্মাননা পাওয়ায় তার দায়িত্ব আরো বেরে গেছে উল্লেখ করে তিনি বলেন, সততা দিয়ে মানুষের সাথে মিশে গিয়ে মানুষের আস্থা অর্জন করতে পারলেই দ্রুত বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।#